• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জকসু নির্বাচনে ৭ কেন্দ্রের ফল:

ছাত্রদল সমর্থিত রাকিব ভিপি পদে ৫৫ ভোটে এগিয়ে

ক্যাম্পাস প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ১১:১২ এ.এম.
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে প্রথম ৭টির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব ৭৭৪ ভোট পেয়ে শিবির সমর্থিত প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলামকে ৫৫ ভোটে পেছনে রেখেছেন। নির্বাচনের ফলাফল বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জকসু নির্বাচন কমিশন। 

ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, ফিন্যান্স বিভাগের ভোটে রিয়াজুল ইসলাম ১৩৮ ভোট পেয়ে শিবিরের হয়ে এগিয়ে ছিলেন না। এ বিভাগের ছাত্রদল সমর্থিত রাকিব ২৩১ ভোট সংগ্রহ করেছেন। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ১৬৩ ভোট পেয়েছেন, আর ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ১১৩ ভোট পেয়ে পেছনে রয়েছেন। এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১৬৩ ভোট ও বিএম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ১৭৮ ভোট পেয়েছেন।

কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেন্দ্রে শিবির সমর্থিত রিয়াজুল ১০৬ ভোট পেয়ে সামান্য এগিয়ে ছিলেন। তবে ছাত্রদল সমর্থিত রাকিব ৯৪ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ ১১২ এবং খাদিজাতুল ৫৩ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ ১০৫ ভোট ও তানজিল ৮০ ভোট পেয়েছেন।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে শিবির সমর্থিত রিয়াজুল ৫১ ভোট পেয়েছেন, আর ছাত্রদল সমর্থিত রাকিব ৩৯ ভোটে এগিয়ে ছিলেন না। জিএস পদে আরিফ ৪৬ ভোট, খাদিজাতুল ১৮ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ ৪২ ভোট ও তানজিল ৩০ ভোট পেয়েছেন।

ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগে রিয়াজুল ১০০ ভোট, রাকিব ৯১ ভোট পেয়ে অল্প ব্যবধানের লড়াই করেছেন। জিএস পদে আব্দুল আলিম ৯০ ভোট ও খাদিজাতুল ৪৫ ভোট পেয়ে পিছিয়ে ছিলেন। এজিএস পদে মাসুদ ৯৮ ভোট এবং তানজিল ৮৫ ভোট পেয়ে অবস্থান রেখেছেন।

নৃবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, রিয়াজুল ১২৮ ভোট পেয়েছেন। এ কে এম রাকিব ১১৮ ভোট পেয়ে পিছনে ছিলেন। জিএস পদে আরিফ ১২৩ ভোট এবং খাদিজাতুল ৭৩ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ ১০২ ভোট ও তানজিল ১২৬ ভোট পেয়েছেন।

লোকপ্রশাসন বিভাগের ভোটে রিয়াজুল ১২২ ভোট, রাকিব ১৩২ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ ১২৩ ভোট, খাদিজাতুল ৬২ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ ১৩০ ভোট ও তানজিল ১০৬ ভোট পেয়ে ফলাফলে সমানভাবে প্রভাব ফেলেছেন।

ফার্মেসি বিভাগের ফলাফলে শিবির সমর্থিত রিয়াজুল ৭৮ ভোট ও রাকিব ৫৩ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ ৮৩ ভোট এবং খাদিজাতুল ২৬ ভোট পেয়ে অবস্থান রেখেছেন। এজিএস পদে মাসুদ ৭৮ ভোট ও তানজিল ৪৫ ভোট পেয়েছেন।

নির্বাচনের এক গুরুত্বপূর্ণ দিক হলো ভোট গণনার সময় টেকনিক্যাল সমস্যার সৃষ্টি। মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনার মেশিনে সমস্যা দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান হওয়ার পর নির্বাচন কমিশন দীর্ঘ বিরতির পর আবারও গণনা শুরু করে।

এভাবে প্রকাশিত ৭ কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে যে, ছাত্রদল সমর্থিত রাকিব ভিপি পদে সামান্য এগিয়ে আছেন। অন্যদিকে, জিএস ও এজিএস পদগুলিতে শিবির ও ছাত্রদলের ভোটের লড়াই এখনও সমান শক্তিশালী। আগামী ৩২ কেন্দ্রের ভোট গণনা শেষে পুরো নির্বাচনের চূড়ান্ত চিত্র পরিষ্কার হবে।

এই নির্বাচনে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে নেতৃত্বের জন্য উৎসাহ ও অংশগ্রহণের মনোভাব দেখিয়েছেন। শিবির ও ছাত্রদলের মধ্যে প্রতিটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা প্রবল ছিল এবং ভোটের ব্যবধান তুলনামূলকভাবে সীমিত। নির্বাচনের এই ফলাফলের মাধ্যমে দেখা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে দুই শিবিরের প্রভাব আছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান শিক্ষক সমিতির
জকসু নির্বাচন ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান শিক্ষক সমিতির
ভোট দেওয়া শিক্ষার্থীদের বের করে দেওয়া হচ্ছে
নিরাপত্তা জোরদার ভোট দেওয়া শিক্ষার্থীদের বের করে দেওয়া হচ্ছে
আটক ওই নারী শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী
জকসু নির্বাচন আটক ওই নারী শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী