• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

বিনোদন ডেস্ক    ৭ জানুয়ারী ২০২৬, ০১:৫১ পি.এম.
অভিনেত্রী রুনা খান। ছবি- ফেসবুক

জানুয়ারির কনকনে শীতে যখন দেশবাসী জবুথবু, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ ছড়ালেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ‘থ্রোব্যাক’ ছবি প্রকাশ করে ভক্তদের হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোতে রুনা খানকে দেখা গেছে ভিন্ন ভিন্ন লুকে, যেখানে তিনি প্রমাণ করেছেন দেশি বা ওয়েস্টার্ন—সব সাজেই তিনি অনবদ্য। একটি ছবিতে তাকে দেখা যায় জমকালো গোলাপি লেহেঙ্গায়, যা তাকে দিয়েছে রাজকীয় আভিজাত্য। অন্য একটি ছবিতে কমলা রঙের অফ-শোল্ডার গাউনে তিনি যেন পশ্চিমা ফ্যাশনের মূর্ত প্রতীক।

এ ছাড়া ফুলের গয়নায় সজ্জিত ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গায় তার স্নিগ্ধ হাসি এবং কালো রঙের শিমারি গাউনে গ্ল্যামারাস উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে।

শীতের দুপুরে রুনা খানের এমন ‘হট’ অবতার দেখে ভক্তরা নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। মন্তব্যের ঘরে একজন মজার ছলে লিখেছেন, “অথচ উত্তরবঙ্গে নাকি মাইনাস ৭ ডিগ্রি..।” অর্থাৎ অভিনেত্রীর গ্ল্যামারের উত্তাপ যে শীতকেও হার মানাচ্ছে, সেটাই বোঝাতে চেয়েছেন ওই ভক্ত।

আরেকজন তার সৌন্দর্যের প্রশংসা করে লিখেছেন, “অপূর্ব সুন্দর।” কেউবা তাকে ইতিবাচকতার প্রতীক হিসেবে আখ্যায়িত করে মন্তব্য করেছেন, “দ্য আইকন অব পজেটিভ প্যাশন”

বয়সকে তুড়ি মেরে প্রতিনিয়ত নিজেকে যেভাবে নতুন করে উপস্থাপন করছেন রুনা খান, তা সত্যিই ভক্তদের জন্য এক বড় চমক।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রায়হান রাফীর সিনেমায় নারীর চরিত্রে চমক দেখাবেন বুবলী
রায়হান রাফীর সিনেমায় নারীর চরিত্রে চমক দেখাবেন বুবলী
গোয়ায় ৬ মিনিটের নাচে তামান্নার আকাশচুম্বী পারিশ্রমিক
গোয়ায় ৬ মিনিটের নাচে তামান্নার আকাশচুম্বী পারিশ্রমিক
মুক্তির অপেক্ষায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা
আইনি জটিলতা মুক্তির অপেক্ষায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা