• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইনি জটিলতা

মুক্তির অপেক্ষায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা

বিনোদন ডেস্ক    ৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ পি.এম.
তামিল সুপারস্টার থালাপতি বিজয়-ছবি সংগৃহীত

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়ের জন্য সময়টা বেশ কঠিন যাচ্ছে। নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর একটি সমাবেশে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জেরার মুখে পড়তে যাচ্ছেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) তাকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের প্রথম বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রিয় অভিনেতাকে এক নজর দেখার জন্য বিপুল জনসমাগম হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায় পুলিশ ও আয়োজকরা। একপর্যায়ে ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৪১ জনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষ আহত হন। ঘটনার পর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। গত অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্ট বিষয়টিকে গুরুত্ব দিয়ে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে একটি তিন সদস্যের তদারকি কমিটিও গঠন করা হয়।

রাজনীতিতে পা রাখার শুরুতেই এই আইনি জটিলতা থালাপতি বিজয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিবিআই মূলত জানতে চাইছে-সমাবেশ আয়োজনে কী ধরনের ঘাটতি ছিল এবং আয়োজক হিসেবে বিজয়ের দলের দায় কতটুকু।

এদিকে তার অভিনয়জীবনের শেষ ছবি ‘জননায়গন’ মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শকরা। ছবিটি মুক্তি পেতে এখনও এক সপ্তাহ বাকি থাকলেও আগাম টিকিট বিক্রিতে ইতোমধ্যেই রেকর্ড গড়েছে এটি।

রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই যে তার শেষ সিনেমা-এমন ঘোষণার পর থেকেই ছবিটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ‘জননায়গন’ নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’-র রিমেক কি না, তা নিয়েও চলছে আলোচনা। ট্রেলার প্রকাশ না হলেও ছবিটি নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রায়হান রাফীর সিনেমায় নারীর চরিত্রে চমক দেখাবেন বুবলী
রায়হান রাফীর সিনেমায় নারীর চরিত্রে চমক দেখাবেন বুবলী
গোয়ায় ৬ মিনিটের নাচে তামান্নার আকাশচুম্বী পারিশ্রমিক
গোয়ায় ৬ মিনিটের নাচে তামান্নার আকাশচুম্বী পারিশ্রমিক
হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ
হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ