• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইসিসির আলটিমেটাম সংক্রান্ত খবর 'ভিত্তিহীন ও অসত্য' দাবি বিসিবির

স্পোর্টস ডেস্ক    ৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ইস্যুতে বিসিবিকে আলটিমেটাম দেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও কিছু সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে বার্তা দিয়েছে যে হয় ভারতেই খেলতে হবে, নইলে পয়েন্ট হারানোর ঝুঁকি নিয়ে টুর্নামেন্ট থেকে বাইরে থাকতে হবে।

তবে আলটিমেটাম দেওয়ার এই খবর প্রত্যাখ্যান করেছে বিসিবি। এসব প্রতিবেদনের সত্যতা নেই বলেও তারা দাবি করেছে।

বিসিবি জানিয়েছে, ভারতে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে তাদের উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আনুষ্ঠানিকভাবে জবাব পাওয়া গেছে।

তবে সেই যোগাযোগে কোনো ধরনের আলটিমেটাম বা চাপের বিষয় ছিল না বলে বিসিবির দাবি।

বিসিবি দাবি করেছে, আইসিসি তাদের বার্তায় টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

একইসাথে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির উত্থাপিত উদ্বেগ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিসিবি আরও জানায়, বাংলাদেশ দলের নিরাপদ ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক ও পেশাদার আলোচনায় তারা অব্যাহত থাকবে।

জাতীয় দলের নিরাপত্তা, সুরক্ষা ও খেলোয়াড়দের কল্যাণই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও বিসিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়া এবং তার প্রতিবাদে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর ক্রিকেটেও দুই দেশের মধ্যে বৈরিতা স্পষ্ট হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেকেআর ছাড়ার পর পিএসএলে নিবন্ধন মোস্তাফিজের
কেকেআর ছাড়ার পর পিএসএলে নিবন্ধন মোস্তাফিজের
বিপিএল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক
বিপিএল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক
বাংলাদেশের সিদ্ধান্তকে আফ্রিদির সমর্থন
বাংলাদেশের সিদ্ধান্তকে আফ্রিদির সমর্থন