গোয়ায় ৬ মিনিটের নাচে তামান্নার আকাশচুম্বী পারিশ্রমিক

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী তামান্না ভাটিয়া আবারও নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন। বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় গোয়ার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এক জমকালো আয়োজনে তিনি ‘আজ কি রাত’ গানটিতে নাচ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ওই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিটের পারফরম্যান্সের জন্য তামান্না ভাটিয়া পেয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ প্রতি মিনিটে তার পারিশ্রমিক দাঁড়ায় প্রায় ১ কোটি রুপি। এই বিপুল অঙ্কের পারিশ্রমিক ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দর্শকরা আগেভাগেই টিকিট কেটে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন তামান্নাকে সামনে থেকে দেখার জন্য। তিনি মঞ্চে উঠতেই দর্শকদের করতালি, উল্লাস ও নাম ধরে চিৎকারে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

এই অনুষ্ঠানে তামান্নার সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া, জনপ্রিয় ডিজে চেতসসহ আরও কয়েকজন শিল্পী। ফলে পুরো আয়োজনটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের খবর আলোচনায় থাকলেও পেশাগত দিক থেকে থেমে থাকেননি তামান্না। ‘আজ কি রাত’ গানটির সাফল্যের পর তাকে দেখা গেছে ‘কাভাল্লা’ ও ‘গুফর’সহ একের পর এক জনপ্রিয় গানে নাচতে, যা তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।
ভিওডি বাংলা/জা







