রাজারহাট
নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় শীতার্ত নির্মাণ শ্রমিকসহ মানুষের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন।
মঙ্গলবার (৬জানুয়ারী) সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা অফিসার ও শিক্ষানুরাগী সমাজ হৈতেষী আলহাজ্ব মনসুর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব রাজারহাট'র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সহ সভাপতি এম আজিজুল হক। এসময় প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ও সংস্থার কার্যকরি কমিটির নেতৃবৃন্দ শীতার্ত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহা. আব্দুস ছাত্তার সরদার, সভাপতি মো. রাজা মিয়া ও সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সা. সম্পাদক মো. আব্দুল জলিল, কোষাধ্যক্ষ এরশাদুল হক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বসুনিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হোসেন আলী, শিক্ষা ও সংষ্কৃতিক সম্পাদক সাহেদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছপিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক, কার্যকরি সদস্য মোজাম্মেল আলী ও মহুবর রহমান।
রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থা সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকে নিবন্ধিত একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিবছর শীতার্ত ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন।
ভিওডি বাংলা/ প্রহলাদ মন্ডল সৈকত/ আ







