তারেক রহমান–চীনের রাষ্ট্রদূত বৈঠক
পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা নিয়ে আলোচনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৭ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, এ সাক্ষাৎ মূলত মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ছিল। আলোচনায় দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, ভবিষ্যৎ উন্নয়ন কর্মসূচি, অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে মতবিনিময় হয়।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে চীনের অব্যাহত অংশীদারত্ব, বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন ও বিনিয়োগ খাতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি তুলে ধরেন।
তিনি আরও বলেন, বৈঠকে নির্বাচন প্রসঙ্গেও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চীনের অবস্থান অত্যন্ত স্পষ্ট বাংলাদেশের নির্বাচন একটি অভ্যন্তরীণ বিষয়। চীন আগামী দিনে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত যে সরকারই গঠিত হোক, তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
বিএনপির যুগ্ম মহাসচিব জানান, রাষ্ট্রদূত তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকের শুরুতেই প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চীনা সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে তারেক রহমানের কাছে এ সমবেদনা বার্তা পৌঁছে দেন। হুমায়ুন কবির স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের দিন ভোরেই চীনের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে শোকবার্তা পাঠিয়েছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ







