• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান হাবিবের

নিজস্ব প্রতিবেদক    ৭ জানুয়ারী ২০২৬, ০৯:০০ পি.এম.
ঢাকা–৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক ব্যবসা ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা–৯ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর গোড়ানে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন।

তিনি বলেন, নিজেরা খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত না হলে তবেই ভালো কাজ করা সম্ভব হবে এবং একটি সুন্দর, নিরাপদ এলাকা গড়ে তোলা যাবে। নির্বাচনে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকবে এবং জনগণের সরাসরি ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে। এর ফলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা সবসময় ভোটারদের কাছেই থাকবে এবং তিনি সেই জবাবদিহিতার মধ্যেই থাকতে চান বলে জানান।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আগামী দিনে ঢাকা–৯ আসনে সবাইকে সঙ্গে নিয়ে এলাকায় উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আপনাদের সন্তান হিসেবে এখানেই বড় হয়েছি। আপনাদের স্নেহ-ভালোবাসা পেয়েছি। দলের নেতাকর্মীদের অনেক রক্ত ও ঘামের বিনিময়ে আজ আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের সামনে পাঠানো হয়েছে।

নিজেকে দলের একজন কর্মী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এলাকাবাসীর কারো ভাতিজা, কারো ছোট ভাই, কারো বন্ধু ছিলেন এবং এখনো সেই সম্পর্কেই থাকতে চান। রাজনৈতিক জীবনে তিনি মুরুব্বি ও সহযোদ্ধাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও স্নেহ নিজের কর্মের মাধ্যমে ধরে রাখতে চান এবং এই ভালোবাসার বন্ধনে মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, এলাকাবাসী যেকোনো সময় তাকে পাবেন এবং তাকে পাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। দায়িত্বে থাকলেও তিনি এলাকাবাসীর সন্তান হিসেবেই থাকতে চান। জনগণের স্নেহ-ভালোবাসা নিয়েই আগামীর পথ চলতে চান, যাতে এলাকার উন্নয়ন হয় এবং মানুষ ভালোভাবে থাকতে পারে।

এ সময় তিনি সবার কাছে দোয়া ও ভালোবাসা চান এবং বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া চান। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং সহযোগী শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন। জুলাই-আগস্টে যারা আত্মত্যাগ করেছেন, তাদের আত্মার শান্তির জন্যও দোয়া চান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, আগামী বাংলাদেশ হবে ১৮ কোটি মানুষের বাংলাদেশ। যেখানে ছাত্র, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ সবাই অন্তর্ভুক্ত থাকবে। রাস্তাঘাট, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, হাসপাতাল ও স্বাস্থ্যসেবাসহ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে কাজ করার সুপরিকল্পনা রয়েছে তারেক রহমানের।

তিনি বলেন, মানুষের মন জয় করেই সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গঠন করতে হবে। এলাকাবাসীকেই তিনি নিজের অভিভাবক মনে করেন এবং তাদের পরামর্শ নিয়েই কাজ করতে চান।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র সংসদে লীগ শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে
ডাঃ আউয়াল ছাত্র সংসদে লীগ শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে
দেশবিরোধী চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : হেফাজত
দেশবিরোধী চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : হেফাজত
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ