• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অপমৃত্যুর মামলা

গোয়ালন্দে যৌনপল্লীতে এক ব্যক্তির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ পি.এম.
গোয়ালন্দ থানা। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে মো. আজমীর আলম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর হাজরা বাড়িওয়ালীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজমীর আলম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার দিগনগর এলাকার সোর্দি মাতুব্বর গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ, যৌনকর্মী জুলি ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে আজমীর আলম দৌলতদিয়া যৌনপল্লীর হাজরার বাড়িতে অবস্থিত যৌনকর্মী জুলির কক্ষে প্রবেশ করেন। সেখানে কিছু সময় অবস্থান করার পর ভোর পৌনে ৫টার দিকে তিনি জুলিকে একটি সিগারেট আনতে বাইরে পাঠান। জুলি বাইরে থেকে সিগারেট নিয়ে ফিরে এসে কক্ষে প্রবেশ করে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। পরে আশপাশের লোকজনকে ডেকে পুনরায় ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় দেখা যায়, ওই ব্যক্তি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন না। তখনই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। এরপর ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে স্ট্রোক করে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
নবাবগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয়
রহমাতুল্লাহ খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয়
নির্বাচন অংশ নিতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল
কুমিল্লা-৪ নির্বাচন অংশ নিতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল