• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চলতি সপ্তাহ ‘গুরুত্বপূর্ণ’ : ইইউ রাষ্ট্রদূত

ভিওডি বাংলা ডেস্ক    ৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ পি.এম.
ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি- সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে চলতি সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। নিজেদের ভেরিফাইড ফেইসবুক পাইজে (বুধবার ৭ জানুয়ারি) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, এই সপ্তাহে দুটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হচ্ছে, যা উভয় পক্ষের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারত্বেরই প্রতিফলন।

রাষ্ট্রদূত মিলার জানান, ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি বর্তমানে ঢাকা সফর করছেন।

পাওলা পাম্পালোনির এই সফরের মূল উদ্দেশ্য হলো ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট—পিসিএ) বিষয়ক আলোচনা চূড়ান্ত করা।

প্রত্যাশা করা হচ্ছে, এই সংশোধিত চুক্তিটি রাজনৈতিক সংলাপ, বাণিজ্য, উন্নয়ন, জলবায়ু কার্যক্রম, অভিবাসন ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য আরও শক্তিশালী একটি কাঠামো তৈরি করবে। 

মাইকেল মিলার বলেন, “এই উন্নীত পিসিএ একদিকে যেমন ইইউ-বাংলাদেশ সম্পর্কের বিকাশমান চরিত্র ও এই অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন, তেমনি ঢাকার সঙ্গে কৌশলগত অংশীদার হিসেবে দীর্ঘমেয়াদি সহযোগিতায় ইইউর দৃঢ় অঙ্গীকারেরও বহিঃপ্রকাশ।”

পিসিএ আলোচনার পাশাপাশি চলতি সপ্তাহের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের আগমনের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের মিশনের নেতৃত্ব দেবেন।

রাষ্ট্রদূত বলেন, “এই মিশন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সংগতি রেখে তার মূল্যায়ন করবে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনের প্রতি ইইউর ঘোষিত সমর্থনকে আরও জোরদার করবে।”

রাষ্ট্রদূত মিলার এই দুটি সফরকেই "গুরুত্বপূর্ণ মাইলফলক" হিসেবে অভিহিত করেছেন।

 তিনি বলেন, “এই উদ্যোগগুলো রাজনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দুই পক্ষের জনগণের মধ্যকার সম্পর্কসহ অংশীদারত্বের বিস্তৃত পরিসরকে স্পষ্টভাবে তুলে ধরেছে।”

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ভিসা বন্ড’ ইস্যুটির দায় আ’লীগ সরকারের
পররাষ্ট্র উপদেষ্টা ‘ভিসা বন্ড’ ইস্যুটির দায় আ’লীগ সরকারের
বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব
বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব
এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, বাসাবাড়িতে চরম দুর্ভোগ
এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, বাসাবাড়িতে চরম দুর্ভোগ