• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দীর্ঘ ৩০ বছর পর দিনাজপুর-৬ এ ধানের শীষের একক প্রার্থী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পি.এম.
দিনাজপুর-৬ আসনে বিএনপি ডা. এজেডএম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি

দীর্ঘ ৩০ বছর পর দিনাজপুর-৬ (ঘোড়াঘাট-হাকিমপুর-নবাবগঞ্জ-বিরামপুর) বিএনপি ধানের শীষ প্রতীকের একক প্রার্থী চূড়ান্ত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর এই আসনে দলীয় প্রার্থী পাওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব দিনাজপুর-৬ আসনে অভিজ্ঞ ও তৃণমূল-সমর্থিত ডা. এজেডএম জাহিদ হোসেনকে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, গত ৩০ বছরে নানা রাজনৈতিক বাস্তবতায় এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী না থাকায় দলের সাংগঠনিক কার্যক্রম কিছুটা স্থবির ছিল। তবে এবার একক প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে দল নতুন করে সংগঠিত হচ্ছে। এতে সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। এ বিষয়ে স্থানীয় একাধিক নেতাকর্মী বলেন, দীর্ঘদিন পর ধানের শীষের প্রার্থী পাওয়ায় আমরা আশাবাদী। জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের বার্তা নিয়ে আমরা মাঠে নামবো।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি মনোনীত প্রার্থী ডা. জাহিদ সদ্যপ্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। পড়াশোনার পাশাপাশি তিনি বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু করেন। রাজনীতির পাশাপাশি পেশাজীবনেও তিনি একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। চিকিৎসা সেবার মাধ্যমে সাধারণ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা পেয়েছেন। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে নির্বাচনি এলাকায় একজন মানবিক ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত করেছে। 

বিশ্লেষকদের মতে, দিনাজপুর-৬ আসনে ধানের শীষের ত্যাগী প্রার্থী মাঠে নামায় নির্বাচনি সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এ আসনে বিএনপির একটি শক্ত ভোটব্যাংক রয়েছে, যা দীর্ঘদিন প্রকাশের সুযোগ পায়নি। ফলে এবারের নির্বাচন হতে পারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ / আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
নবাবগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয়
রহমাতুল্লাহ খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয়
নির্বাচন অংশ নিতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল
কুমিল্লা-৪ নির্বাচন অংশ নিতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল