• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পি.এম.
ভাঙ্গুড়ায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ। ছবি: ভিওডি বাংলা

বিদ্যুৎ সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (ক্রীসকপ)। বিদ্যুৎ সেবা ছাড়াও গ্রাহকদের কল্যাণে পাশে থাকা—এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে ভাঙ্গুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে ৩৮টি কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

ভাঙ্গুড়ায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল আলামিন চৌধুরী। তিনি বলেন, শুধু বিদ্যুৎ সরবরাহ নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই পল্লী বিদ্যুৎ বিভিন্ন সময়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি ছাইফুল ইসলাম খান, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সেকেন্দার আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ গিয়াস উদ্দিন সরদার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
নবাবগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয়
রহমাতুল্লাহ খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয়
নির্বাচন অংশ নিতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল
কুমিল্লা-৪ নির্বাচন অংশ নিতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল