আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াচ্ছে

জাতিসংঘ-সংশ্লিষ্ট সংস্থাসহ প্রায় ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে নিজেদের সম্পৃক্ততা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতোমধ্যে এসব সংস্থা থেকে সরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করেছে।
বুধবার (৭ জানুয়ারি) জারি করা এক নির্বাহী আদেশে ট্রাম্প প্রশাসন ৬৬টি আন্তর্জাতিক সংস্থা, এজেন্সি ও কমিশনে যুক্তরাষ্ট্রের সমর্থন স্থগিতের ঘোষণা দেয়। এর আগে এসব সংস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ও অর্থায়ন পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রশাসনের দাবি, এসব সংস্থার অনেকগুলোই অপ্রয়োজনীয়, অপব্যবস্থাপনায় জড়িত অথবা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থী। এসব উদ্যোগকে রিপাবলিকান প্রশাসন ‘ওয়াক’ বা অগ্রাধিকারবিহীন কর্মসূচি বলে আখ্যা দিয়েছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও), ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং ইউনেসকো থেকে সরে দাঁড়িয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি ও জনবল সংকোচনের আশঙ্কা দেখা দিয়েছে।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) থেকেও সরে যাচ্ছে, যা প্যারিস জলবায়ু চুক্তির ভিত্তি। ট্রাম্প আগেই প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতি ও কার্বন নিঃসরণকারী দেশের সহযোগিতা ছাড়া বৈশ্বিক জলবায়ু উদ্যোগ দুর্বল হয়ে পড়বে।
এছাড়া, কার্বন ফ্রি এনার্জি কমপ্যাক্ট, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটি, ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল টিম্বার অর্গানাইজেশনসহ আরও বেশ কয়েকটি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আরও পর্যালোচনা চলছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভিওডি বাংলা/জা







