ছেলের নাম ‘বিহান কৌশল’: অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

জন্মের দুই মাস পর ছেলের নাম প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের হাতের একটি ছবি শেয়ার করে তিনি ছেলের নাম জানান।
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো বাবা-মা হন। এতদিন সন্তানের নাম গোপন রেখেছিলেন তারা। অবশেষে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ছেলের নাম প্রকাশ করেছেন ক্যাটরিনা।
ছেলের হাতের ছবি পোস্ট করে ক্যাটরিনা ক্যাপশনে লেখেন, “আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
‘বিহান’ একটি সংস্কৃত শব্দ, যার অর্থ ভোর বা সকাল-যা নতুন সূচনা ও আশার প্রতীক হিসেবে ধরা হয়।
পোস্টটি প্রকাশের পরপরই নেটিজেনদের পাশাপাশি বলিউড তারকারাও শুভেচ্ছা জানাতে শুরু করেন। পরিণীতি চোপড়া, দিয়া মির্জা, ভূমি পেডনেকার, হৃতিক রোশন ও অদিতি রাও হায়দারিসহ অনেকেই ছোট্ট বিহানকে ভালোবাসা জানিয়েছেন।
প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালের ৯ ডিসেম্বর বিয়ে করেন। বিয়ের সাড়ে তিন বছর পর ৪২ বছর বয়সে প্রথম সন্তানের মা হন ক্যাটরিনা।
ভিওডি বাংলা/জা







