• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো মালদ্বীপ

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জানুয়ারী ২০২৬, ১২:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মালদ্বীপে কাগজপত্র ছাড়া বসবাসরত বাংলাদেশিদের বৈধকরণের সুযোগ দিয়েছে দেশটির সরকার। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত। এই সুযোগ কাজে লাগাতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

মালদ্বীপে বর্তমানে এক লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তাদের একটি বড় অংশ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কাজ করায় দেশটির প্রশাসনের কাছে অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন। তবে মালদ্বীপ সরকার এবার বিশেষ একটি উদ্যোগের মাধ্যমে তাদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে।

বিভিন্ন কারণে অবৈধ ঘোষিত প্রবাসীরা নতুন কোম্পানি বা মালিকানা নির্ধারণ করে নির্দিষ্ট প্রক্রিয়ায় মালদ্বীপের স্বরাষ্ট্র, নিরাপত্তা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘মালদ্বীপের নিরাপত্তা মন্ত্রণালয় একটি অনলাইন সাইট চালু করবে, যেখানে আবেদন করা যাবে। তিনি এটিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় সুযোগ হিসেবে উল্লেখ করেন এবং সবাইকে সময়মতো আবেদন করার আহ্বান জানান।’

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ২০২৪ সালের মে মাস থেকে চালু হওয়া ‘অপারেশন কুরাঙ্গি’র আওতায় যারা বায়োমেট্রিক সম্পন্ন করেছেন, কেবল তারাই এই বৈধকরণ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ১ বছরে ৯০ হাজার অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১ বছরে ৯০ হাজার অবৈধ অভিবাসী আটক
কুয়েতে জনতা গ্রুপ ও প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা
কুয়েতে জনতা গ্রুপ ও প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা
কোরআন ছুঁয়ে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা
কোরআন ছুঁয়ে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা