এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, বাসাবাড়িতে চরম দুর্ভোগ

অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে বন্ধ রয়েছে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা।
খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার। হোটেল-রেস্তোরাঁগুলো বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না। এতে একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন ভোক্তারা।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) কমিশন বৃদ্ধি, জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় এলপিজি পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সংগঠন।
একই সঙ্গে সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে নোটিশ জারি করে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৭ টাকার পরিবর্তে কয়েকশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছিল।
ভিওডি বাংলা/জা







