ভারতসহ কয়েকটি দেশের ওপর ৫শ’ শতাংশ শুল্ক আরোপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম আমদানিকারক দেশগুলোর বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন। এই উদ্যোগের অংশ হিসেবে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন তিনি। রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক-উভয় দলের সমর্থনে প্রণীত এই বিল কার্যকর হলে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।
সিনেটর লিন্ডসে গ্রাহাম ও রিচার্ড ব্লুমেনথালের উত্থাপিত এই ‘রাশিয়া স্যাংশন বিল’ মার্কিন প্রশাসনকে বিশেষ ক্ষমতা দেবে। এই ক্ষমতাবলে যারা জেনেশুনে রাশিয়ার তেল, গ্যাস বা ইউরেনিয়াম কিনবে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি উচ্চ শুল্ক ও দ্বিতীয় পর্যায়ের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এর লক্ষ্য হলো মস্কোর অর্থনৈতিক জোগান বন্ধ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বাধ্য করা।
এই বিল পাস হলে সবচেয়ে বড় চাপের মুখে পড়তে পারে ভারত। বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত কিছু ভারতীয় পণ্যের ওপর ইতোমধ্যেই ২৫ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। নতুন আইনে তা ৫০০ শতাংশে উন্নীত হলে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যে বড় ধরনের ধস নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিনেটর গ্রাহাম জানিয়েছেন, আগামী সপ্তাহেই এই বিলটি মার্কিন সিনেটে ভোটের জন্য তোলা হতে পারে। তিনি বলেন, রাশিয়ার ব্যবসায়িক অংশীদারদের ওপর চাপ সৃষ্টি করাই এখন যুক্তরাষ্ট্রের মূল কৌশল। বিশ্লেষকদের মতে, এই আগ্রাসী নীতি বিশ্ব অর্থনীতিতে নতুন এক উত্তেজনা ও বিভাজনের সূচনা করতে পারে।
ভিওডি বাংলা/জা







