• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজৈরে যাত্রীবাহী বাসচাপায় মাদরাসাছাত্র নিহত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ৮ জানুয়ারী ২০২৬, ০১:১৫ পি.এম.
হাফেজ ওসমান -ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা হাফেজ ওসমান (১৯) নিহত হয়েছেন। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী থানার উত্তরীপাড়া গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১০টার দিকে  ওসমান তার বন্ধু হাসিবুল (১৬) কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে টেকেরহাট থেকে রাজৈরের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটি চাপা দিয়ে দ্রুত চলে গেলে ওসমান ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার বন্ধু হাসিবুল গুরুতর আহত হয়েছেন এবং একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত ওসমান সদ্য পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন। বৃহস্পতিবার তার মাথায় পাগড়ি পরানোর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
সীমান্তে সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
সেনাবাহিনী ও পুলিশের যৌথ ট্রাফিক চেকপোস্ট পরিচালনা
পাংশা সেনাবাহিনী ও পুলিশের যৌথ ট্রাফিক চেকপোস্ট পরিচালনা
বারি সরিষা-২০ চাষ নিয়ে অনুষ্ঠিত হলো ‘মাঠ দিবস’
কুমারখালী বারি সরিষা-২০ চাষ নিয়ে অনুষ্ঠিত হলো ‘মাঠ দিবস’