• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুতিন মিত্রকেও অপহরণ করতে বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক    ৮ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভকে অপহরণের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি দাবি করেছেন, কাদিরভকে আটক করলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শক্ত বার্তা দেয়া যাবে এবং ইউক্রেন-রাশিয়া সংঘাত দ্রুত সমাধানে সাহায্য করবে।

এই প্রসঙ্গে জেলেনস্কি ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযানের প্রশংসা করেন এবং নিকোলাস মাদুরোকে যেভাবে আটক করা হয়েছে, ঠিক একই কায়দায় কাদিরভের বিরুদ্ধে অপারেশন চালানোর পরামর্শ দেন। তিনি মনে করেন, মাদুরোর ক্ষেত্রে মার্কিন কৌশল যেভাবে সফল হয়েছে, রাশিয়ার ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নিলে পুতিন যুদ্ধের বিষয়ে পুনরায় চিন্তা করতে বাধ্য হবেন।

এদিকে জেলেনস্কির এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় কাদিরভ জেলেনস্কিকে একজন ‘ভাঁড়’ হিসেবে আখ্যায়িত করেন। তাকে ‘পুরুষোচিত’ আচরণের পরামর্শ দেন। 

কাদিরভ বলেন, জেলেনস্কি নিজে কিছু করার সাহস না দেখিয়ে কাপুরুষের মতো আমেরিকানদের পেছনে লুকিয়ে রয়েছেন।  তিনি অভিযোগ করেন, জেলেনস্কি শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার পরিবর্তে পরিস্থিতি আরও জটিল করার চেষ্টা করছেন। 

কাদিরভের মতে, জেলেনস্কি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অন্যদের দিয়ে বিপজ্জনক কাজ করাতে চাইছেন যা অত্যন্ত লজ্জাজনক।

তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘ইউক্রেনীয় নেতার যদি সত্যিই কোনো সক্ষমতা থাকে, তবে যেন অন্যের ওপর নির্ভর না করে নিজেই লড়াইয়ে নামেন।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াচ্ছে
আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াচ্ছে
বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ৩৬
বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ৩৬
ইউরোপে তুষারপাতে বিপর্যয়, মৃত্যু ৬ ও ফ্লাইট বাতিল
ইউরোপে তুষারপাতে বিপর্যয়, মৃত্যু ৬ ও ফ্লাইট বাতিল