• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৭ মেট্রিক টন জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি    ৮ জানুয়ারী ২০২৬, ০২:০১ পি.এম.
চাঁদপুর মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের অভিযানে জাটকা জব্দ -ছবি-ভিওডি বাংলা

চাঁদপুর মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ঢাকাগামী লঞ্চ এমভি কর্ণফুলি-১৫ থেকে ৭ হাজার কেজি জাটকা জব্দ করেছে। 

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

জানা গেছে, চাঁদপুর মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার মেঘনা মোহনায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলি-১৫ থেকে প্রায় ৩০ ড্রাম (৭ হাজার কেজি) জাটকা জব্দ করে। 
 
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, লঞ্চে অভিযানকালে কেউ জাটকার মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা মাদরাসা, এতিমখানা, শিশু পরিবার ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
সীমান্তে সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
সেনাবাহিনী ও পুলিশের যৌথ ট্রাফিক চেকপোস্ট পরিচালনা
পাংশা সেনাবাহিনী ও পুলিশের যৌথ ট্রাফিক চেকপোস্ট পরিচালনা
বারি সরিষা-২০ চাষ নিয়ে অনুষ্ঠিত হলো ‘মাঠ দিবস’
কুমারখালী বারি সরিষা-২০ চাষ নিয়ে অনুষ্ঠিত হলো ‘মাঠ দিবস’