• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুম্বাইয়ে বাংলাদেশের পতাকা ছিঁড়লো উগ্র হিন্দুত্ববাদীরা

আন্তর্জাতিক ডেস্ক    ৮ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ পি.এম.
বিক্ষোভ চলাকালে বাংলাদেশের জাতীয় পতাকা ছিন্নভিন্ন-ছবি: সংগৃহীত

দিল্লি ও কলকাতার পর এবার ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ ও সহিংস তাণ্ডব চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে প্রায় দেড় শতাধিক বিক্ষোভকারী হঠাৎ মিশনের সামনে জড়ো হয়ে বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে।

এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং ‘বাংলাদেশ মুর্দাবাদ’সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। মুম্বাইয়ের একাধিক কূটনৈতিক সূত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বিক্ষোভকারীরা মিশনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও মিশনের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে তারা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে।

ভারতে অবস্থানরত কিছু সংগঠন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ধারাবাহিকভাবে বাংলাদেশ মিশনগুলোর সামনে এমন বিক্ষোভ চালাচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

এর আগে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয় এবং একটি ভিসা সেন্টারে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

নিরাপত্তা ঝুঁকির কারণে কলকাতার বাংলাদেশ মিশন ভারতীয়দের জন্য পর্যটন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করেছে। দিল্লি ও আগরতলার মিশনেও আগে থেকেই এই পরিষেবা স্থগিত রয়েছে। তবে কর্মসংস্থান ও ব্যবসায়িক ভিসা কার্যক্রম যাচাই-বাছাইয়ের মাধ্যমে এখনো চালু আছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, ভারতের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকার এই অবমাননা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াচ্ছে
আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াচ্ছে
বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ৩৬
বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ৩৬
ইউরোপে তুষারপাতে বিপর্যয়, মৃত্যু ৬ ও ফ্লাইট বাতিল
ইউরোপে তুষারপাতে বিপর্যয়, মৃত্যু ৬ ও ফ্লাইট বাতিল