• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ পি.এম.
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। 

সচিবালয়ে বৈঠক শেষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচন সামনে রেখে প্রশাসনের পক্ষপাত রয়েছে বলে যে অভিযোগ রয়েছে, তার কোনো ভিত্তি নেই। কেউ কোনো কারণে সংক্ষুব্ধ হলে এ ধরনের অভিযোগ করেই থাকে। আগেও এমন করেছে।

তিনি বলেন, এবারেও নির্বাচনের আগে প্রশাসনের কর্মকর্তাদের কাজ নিয়ে সংক্ষুব্ধ অনেক প্রার্থীই আপিল করছেন। প্রশাসনের ত্রুটি থাকলে তা ঠিক করা হবে।

মাঠ প্রশাসনে বড় কোনো রদবদল বা কর্মকর্তাদের বদলির গুঞ্জন নিয়ে তিনি জানান, সরকার আপাতত এ নিয়ে কিছু ভাবছে না। তবে বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ারে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে বদলি বা রদবদল করা প্রয়োজন মনে করে, তবে তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ভিসা বন্ড’ ইস্যুটির দায় আ’লীগ সরকারের
পররাষ্ট্র উপদেষ্টা ‘ভিসা বন্ড’ ইস্যুটির দায় আ’লীগ সরকারের
এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, বাসাবাড়িতে চরম দুর্ভোগ
এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, বাসাবাড়িতে চরম দুর্ভোগ
আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি
আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি