তাজনিন সিমকীকে আহ্বায়ক করে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ডা সৈয়দা তাজনিন ওয়ারিশ সিমকীকে আহ্বায়ক করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কেন্দ্রীয় পরিচালনা কমিটি গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। নবগঠিত এই কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা.শামীম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রকৌশলী মোঃ মাহবুব আলম।
বুধবার (৩১ ডিসেম্বর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে দেশের বিভিন্ন খ্যাতিমান শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, আইনজীবী, সাংবাদিক ও প্রবাসী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যরা হলেন- অধ্যাপক ডা মোর্শেদ হাসান খান, ডা শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. সোহাগ আওয়াল, ডা মোস্তফা আজিজ সুমন, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, মাহবুব আলম (মালয়েশিয়া), প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্ন, অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, কৃষিবিদ ডা মোঃ বয়জার রহমান, প্রকৌশলী আরিফুল ইসলাম তুষার, প্রকৌশলী সায়েম শাহনেওয়াজ, ডা মোঃ শহিদুল ইসলাম, ডা আতিকুল ইসলাম সুজন, রেজাউর রহমান চৌধুরী সুমন, ডা সৈয়দ ইমতিয়াজ উদ্দিন (সাজিদ), প্রকৌশলী এনামুল হক বিপন এবং কৃষিবিদ সালাউদ্দিন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র, সুশাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ







