• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রীকে সুচিকিৎসা দিতে পারিনি : হাসান জাফির তুহিন

নিজস্ব প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ পি.এম.
কৃষিবিদ হাসান জাফির তুহিন-ছবি-ভিওডি বাংলা

ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে জেলখানার মধ্যে স্লো পয়জনিং করে তার ইন্টার্নাল অঙ্গকে দূর্বল করে দিয়েছে বলে জানিয়েছেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে দিয়েছে এবং এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা তাকে সুচিকিৎসা দিতে পারিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এইসব কথা বলেন। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে দাফনের দশম দিনেও নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল থেকেই জিয়া উদ্যানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবির সদস্যা দায়িত্ব পালন করছেন।

সরেজমিন দেখা গেছে, জিয়া উদ্যানের মোড় থেকেই জিয়াউর রহমান ও বেগম খালেদার কবরমুখী মানুষের ভিড়। 

সকাল সাড়ে ১০টায়  শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়  কৃষক দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ ঢাকায় অবস্থানরত কৃষকদলের সকল পর্যায়ের নেতা কর্মীরা। 

এছাড়াও অনেকেই ফুল নিয়ে এসেছেন খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে। উদ্যানসংলগ্ন সংসদ ভবনের সামনের রাস্তা ও বেইলি ব্রিজ থেকে কবর পর্যন্ত নারী-পুরুষের দীর্ঘ লাইন। আর কবরে পাশে নেতাকর্মীদের ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। 

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন কামাল ভূইয়া নামে এক ব্যক্তি। তিনি বলেন, আমার নেত্রীর কবর জিয়ারত করতে ধানমন্ডি থেকে এসেছি। তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।  

আব্দুল্লাপুর থেকে সজিব হোসেন তার পরিবার নিয়ে জিয়া উদ্যানে এসেছেন। তিনি বলেন, খালেদা কবর জিয়ারত করতে এসেছি।

উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে দশম দিনেও শোক প্রকাশ করা হচ্ছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া উদ্যানে আসছেন।

ভিওডি বাংলা-তানজু হাবিবা/জা

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারকে বেকায়দায় ফেলতেই গুলি করে হত্যার পুনরাবৃত্তি
সরকারকে বেকায়দায় ফেলতেই গুলি করে হত্যার পুনরাবৃত্তি
ছাত্র সংসদে লীগ শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে
ডাঃ আউয়াল ছাত্র সংসদে লীগ শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে
দেশবিরোধী চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : হেফাজত
দেশবিরোধী চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : হেফাজত