পাংশা
পণ্যে পাটজাত মোড়ক না থাকায় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীর পাংশায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৭ জানুয়ারি) বিকালে পাংশা পৌর শহরে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স দ্বীপ এগ্রো ট্রেডার্সকে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে আইনটির ১৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য সংরক্ষণ ও বিপণনের ক্ষেত্রে পাটজাত মোড়কের পরিবর্তে নিষিদ্ধ মোড়ক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক বলেন, পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ লঙ্ঘনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানটিকে এ জরিমানা প্রদানপূর্বক আদায় করা হয়।
ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ







