• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দিতে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় এলে জনবান্ধব রাষ্ট্র গঠনে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে এবং দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের ভূমিকা কী হবে—এসব বিষয়কে সামনে রেখে এ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে সারিয়াকান্দি কলেজ মিলনায়তনে উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি ও সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন ডুয়েট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান রাহেল এবং ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আইয়ুব হোসেন বিভোর।

আলোচনায় বক্তারা জানান, আগামীতে বিএনপি সরকার গঠন করলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনটি গুরুত্বপূর্ণ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে—প্রান্তিক ও প্রকৃত কৃষকদের জন্য কৃষি ভর্তুকি, সার-বীজ ও সহজ কৃষিঋণ নিশ্চিত করতে কৃষক কার্ড, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড এবং সাধারণ মানুষের জন্য আধুনিক ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা কার্ড।

বক্তারা বলেন, “দেশনায়ক তারেক রহমান যে মানবিক ও ন্যায্য বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেখানে সাধারণ মানুষের অধিকার সর্বাগ্রে গুরুত্ব পাবে। এই তিন কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিত করা হবে।” তারা এসব উন্নয়ন ও সংস্কারের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সারিয়াকান্দি কলেজ, চন্দনবাইশা ডিগ্রি কলেজ এবং মাজেদা রহমান স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দেশ গড়ার এই রূপরেখা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ জাহিদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
সীমান্তে সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
সেনাবাহিনী ও পুলিশের যৌথ ট্রাফিক চেকপোস্ট পরিচালনা
পাংশা সেনাবাহিনী ও পুলিশের যৌথ ট্রাফিক চেকপোস্ট পরিচালনা
বারি সরিষা-২০ চাষ নিয়ে অনুষ্ঠিত হলো ‘মাঠ দিবস’
কুমারখালী বারি সরিষা-২০ চাষ নিয়ে অনুষ্ঠিত হলো ‘মাঠ দিবস’