অমিতের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

যশোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে ব্যাপক হারে কম্বল বিতরণ করায় তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত নোটিশে অনিন্দ্য ইসলাম অমিতকে আগামী ১১ জানুয়ারি সকাল ১১টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এই কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এটি কোনো নির্বাচনি প্রচারণা নয়, বরং গত ২৫ বছরের ধারাবাহিকতায় একটি মানবিক কর্মসূচি। তিনি জানান, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
নোটিশটি দ্রুত জারি করতে যশোর জেলা জজ আদালতের নাজিরকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা







