• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ পি.এম.
বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন কমিটিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমকে আহ্বায়ক এবং মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মোবারক হোসাইন, মো. আব্দুর রব, আ.ফ.ম আব্দুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রফেসর ডা. একেএম ওয়ালিউল্লাহ ও সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক।

কমিটিতে আরও অন্তর্ভুক্ত করা হয়েছে—
সাবেক সিনিয়র সচিব মু. সফিউল্লাহ, সাবেক সচিব আব্দুল কাইয়ুম, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সফিকুল ইসলাম, মেজর (অব.) মুহাম্মদ ইউনুস আলী, জাহিদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ড. হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড. মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম ও জাহিদুল ইসলামসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক: মির্জা ফখরুল
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক: মির্জা ফখরুল
রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল সংস্কার হবে
ইশরাক হোসেন রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল সংস্কার হবে