কুমারখালী
বারি সরিষা-২০ চাষ নিয়ে অনুষ্ঠিত হলো ‘মাঠ দিবস’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালীতে বারি সরিষা-২০ চাষ নিয়ে অনুষ্ঠিত হলো মাঠ দিবস। তেল জাতীয় ফসলের চাষ সম্প্রাসারণ প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বাড়াতে এমন অনুষ্ঠানের আয়োজন করে কুমারখালী উপজেলা কৃষি অফিস।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার সদকি ইউনিয়নের হিজলাকট মাঠ পাড়া এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুমারখালী উপজেলা কৃষি অফিসার মোঃ রাইসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলায কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া
এই প্রদর্শনীর কৃষক আব্দুল রহিম বলেন, ‘এখানে প্রায় ১০০ বিঘা জমির মধ্যে আমার সাড়ে তিন বিঘা জমি আছে। আগে এই জমিটা পতিত থাকত। এবার বারি সবিষা-২০ চাষ করেছি। ফসল তুলে সাথে সাথে বোরো ধান লাগাব। কম সময়ে ভালো ফলন হলে আমাদের জন্য বড় সুবিধা হবে।’ তার মতো আরো অনেক কৃষকই নতুন জাতের সরিষা দেখে আগ্রহী হয়ে উঠছেন।
কুষ্টিয়া জেলায কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া প্রদর্শনী এলাকায় পরিদর্শনে এসে বলেন, কৃষকদের বীজ, সারসহ নানান প্রযুক্তি সরবরাহ করা হয়েছে। ৭০ থেকে ৮০ দিনের মধ্যেই এ সরিষা তোলা যায়। এখন প্রায় দুই মাসের কাছাকাছি সময় সরিষাগুলো মাঠে রয়েছে। এবার উৎপাদন খুব ভালো। হবে। এ জাতটি প্রতি বিঘায় ছয় থেকে সাত মণ ফলন হবে। এতে তেলেরও পরিমাণ বাড়বে, কৃষকরা লাভবান হবেন।’
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া তেল বীজ প্রত্যায়ন অফিসার এ কে এম কামরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মোঃ কাওসার আলী প্রমুখ।
ভিওডি বাংলা/ মোশাররফ হোসেন/ আ







