• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশা

সেনাবাহিনী ও পুলিশের যৌথ ট্রাফিক চেকপোস্ট পরিচালনা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পি.এম.
সেনাবাহিনী ও পুলিশের যৌথ ট্রাফিক চেকপোস্ট। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক আইন বাস্তবায়নে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাংশা পৌরসভার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় এ যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল, প্রাইভেট কার ও বাসের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। একই সঙ্গে ট্রাকের মালামাল ওভারলোড রয়েছে কি না তাও পরীক্ষা করা হয়।

এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুইটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার চালকের বিরুদ্ধে মামলা করা হয়। ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণে দুই মোটরসাইকেল চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এক প্রাইভেট কার চালকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চেকপোস্ট শেষে মোট ৩টি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাটমোহরে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যে স্বজনপ্রীতির ঘটনায় তদন্ত শুরু
চাটমোহরে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যে স্বজনপ্রীতির ঘটনায় তদন্ত শুরু
বালিয়াকান্দিতে মিথ্যা অপবাদে শিশুকে মারধরের অভিযোগ
বালিয়াকান্দিতে মিথ্যা অপবাদে শিশুকে মারধরের অভিযোগ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১