• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইশরাক হোসেন

রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল সংস্কার হবে

নিজস্ব প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পি.এম.
ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, কর্মসংস্থানমুখী কারিকুলাম, নারীর ক্ষমতায়ন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ায় ৪০ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, ‘একটি জাতির মেরুদণ্ড হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা। পরিকল্পিতভাবে শিক্ষা ও যুবসমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করব।’

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা 

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হ্যান্ডস-অন ও কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, নৈতিক শিক্ষার প্রসার এবং একাধিক ভাষা শেখাকে বাধ্যতামূলক করা হবে।

তিনি বলেন, ‘আমরা আর অদক্ষ শ্রমিক রপ্তানি করতে চাই না। আমরা চাই কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও দক্ষ পেশাজীবী বিদেশে কর্মসংস্থানে যাক।’

বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ফ্যামিলি কার্ড

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি মহানগর ও জেলা শহরে সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক পরিবারের নারীদের নামে ফ্যামিলি কার্ড চালু করে মাসিক চাল, ডাল, তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহায়তা দেওয়া হবে।
এই কার্ড নারীদের ক্ষমতায়নের একটি বাস্তব পদক্ষেপ বলেন তিনি।

ঢাকা শহরের দীর্ঘদিনের গ্যাস সংকটের কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ৭০ বছর পুরোনো গ্যাস পাইপলাইন আধুনিকায়ন না করায় এই সংকট তীব্র হয়েছে। নির্বাচনী আচরণবিধির কারণে এখন সীমাবদ্ধতা থাকলেও ভবিষ্যতে এই সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বিএনপির ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য খেলার মাঠ বা প্লেগ্রাউন্ড তৈরি করা হবে। পাশাপাশি শিক্ষাক্রমে খেলাধুলা ও সংস্কৃতিচর্চাকে বাধ্যতামূলক করা হবে।

যানজট, বায়ুদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর উদ্যোগ

ঢাকা শহরের অন্যতম বড় সমস্যা যানজট উল্লেখ করে তিনি বলেন, এলাকাভিত্তিক নকশা অনুযায়ী যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে। এছাড়া ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকা থেকে বের করে আনতে বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বুড়িগঙ্গা নদী ও ঢাকার খালগুলো পুনরুদ্ধার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি। সুয়ারেজ লাইন বন্ধ করে পৃথক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান।

তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের সরকারিভাবে সম্মানী দেওয়া হবে এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ের নেতাদের জন্যও সমান ব্যবস্থা চালু করা হবে।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।’

নারীর অংশগ্রহণ ও সাংগঠনিক প্রস্তুতি

প্রতিটি কেন্দ্র পরিচালনা কমিটিতে ন্যূনতম ২৫–৩০ শতাংশ নারী রাখার ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেন, দেশের ৫১ শতাংশ ভোটার নারী হলেও নেতৃত্বে তাদের অংশগ্রহণ কম—এটি বদলাতে হবে।

তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন এবং আগামীকাল কবি নজরুল কলেজ মাঠে দোয়া মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানান।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ন আহবায়ক মকবুল হোসেন টিপু, গেন্ডারিয়া বিএনপির থানার আহ্বায়ক আ: কাদির, যুগ্ন আহবায়ক মামুনুর রশিদ অপু ঢালী, ৪০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুর রহমান, সমাজসেবক শাহাবুদ্দিন সরদার, ৪০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মনির হোসেন, গেন্ডারিয়া থানার যুবদলের সাবেক সদস্য জনি ভূঁইয়া, গেন্ডারিয়া থানা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন, আবু বক্কর সহ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক: মির্জা ফখরুল
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক: মির্জা ফখরুল
ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান হাবিবুর রশিদ হাবিবের
ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান হাবিবুর রশিদ হাবিবের