• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোনার বাংলা সার্কাসের কনসেপ্টচ্যুয়াল অ্যালবাম ‘মহাশ্মশান’ প্রকাশ

বিনোদন ডেস্ক    ৯ জানুয়ারী ২০২৬, ১১:৩২ এ.এম.
সোনার বাংলা সার্কাস ব্যান্ডের সদস্যরা নতুন অ্যালবাম ‘মহাশ্মশান-ছবি-ভিওডি বাংলা

দেশের ব্যান্ডদল সোনার বাংলা সার্কাস তাদের নতুন ডাবল অ্যালবাম ‘মহাশ্মশান’ প্রকাশ করেছে। এই কনসেপ্টচ্যুয়াল অ্যালবামে মোট ১৭টি গান রয়েছে; প্রথম সিডি ‘মহাশ্মশান ১’-এ ৯টি গান এবং দ্বিতীয় সিডি ‘মহাশ্মশান ২’-এ ৮টি গান রয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে গানগুলো স্পটিফাই-এ প্রকাশিত হয়। পরে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, রাত ৮টায় ইউটিউব চ্যানেলে অফিশিয়ালি অ্যালবামটি প্রকাশিত হবে।

সোনার বাংলা সার্কসের নতুন এই কনসেপ্টচ্যুয়াল অ্যালবামের গল্প নিয়ে ব্যান্ডের ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রথম অ্যালবামে আমাদের ক্যারেক্টারটা মারা গিয়েছিল এপিটাফ গানের ভেতর দিয়ে। মহাশ্মশান হলো তার পুনরুত্থান।

তিনি আরও জানান, এবার আমাদের ক্যারেকটারের নাম দ্রোহ। এই অ্যালবামেও সে মারা যায়, কিন্তু আবার সে আবার হয়তো আবার পুনর্জন্ম নেবে এরপরের অ্যালবামে। দ্রোহ এবার বিদ্রোহ ঘোষণা করে মানুষের বিরুদ্ধে। তো মানুষের প্রতি এই প্রতিশোধেরই গল্প এটা। পুরো গল্পটা বুঝতে হলে ১ ঘণ্টা ৫২ মিনিটের অ্যালবামটি একটানা শুনতে হবে।

সোনার বাংলা সার্কাসের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। এরপর প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’প্রকাশিত হয় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’র মতো গানে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছে ব্যান্ডটি। 

ব্যান্ডটি ইতোমধ্যেই দেশ-বিদেশে ২০০-এর বেশি কনসার্টে পারফর্ম করেছে। ঢাকায় চারবারসহ ৭টি বিভাগীয় শহরে তারা ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ সলো কনসার্টে হাজির হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্সর জটিলতায় আটকে গেল থালাপথির সিনেমা ‘জন নয়াগন’
সেন্সর জটিলতায় আটকে গেল থালাপথির সিনেমা ‘জন নয়াগন’
ছেলের নাম ‘বিহান কৌশল’:  অভিনেত্রী ক্যাটরিনা কাইফ
ছেলের নাম ‘বিহান কৌশল’: অভিনেত্রী ক্যাটরিনা কাইফ
বরেণ্য চিত্রগ্রাহক-পরিচালক আব্দুল লতিফ বাচ্চুর চিরবিদায়
বরেণ্য চিত্রগ্রাহক-পরিচালক আব্দুল লতিফ বাচ্চুর চিরবিদায়