• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বালিয়াকান্দিতে মিথ্যা অপবাদে শিশুকে মারধরের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি    ৯ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পি.এম.
নির্যাতিত শিশু। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে মিথ্যা অপবাদ দিয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুব্দী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর নাম মো. আফিফ সেখ (৯)। সে কুব্দী গ্রামের আজাদ সেখের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

শিশুর বাবা আজাদ সেখ অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়াই প্রতিবেশী আবু বক্কার সিদ্দিকের ছেলে মো. সুমন সেখ (৩২) ও মো. আলতাব হোসেনের ছেলে ইয়ামিন সেখ (২২) তার ছেলেকে মিথ্যা ঘাস কাটার অপবাদ দিয়ে নির্মমভাবে মারধর করে এবং হত্যার চেষ্টা চালায়।

তিনি জানান, বুধবার সন্ধ্যার আগে তার ছেলে বাড়ির পাশের নিজস্ব পুকুরপাড়ে গেলে অভিযুক্তরা তাদের জমি থেকে ঘাস কাটার মিথ্যা অভিযোগ এনে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা শিশুটিকে মারধর করে এবং হাতে থাকা কাঁচির হাতল দিয়ে আঘাত করে। এতে শিশুটির মাথার বিভিন্ন স্থানে জখম হয় এবং বাম চোখে আঘাত লেগে রক্ত জমাট বেঁধে যায়।

অভিযোগে আরও বলা হয়, পরে অভিযুক্তরা শিশুটিকে হত্যার উদ্দেশ্যে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। এ সময় স্থানীয় মো. রফিকুল ইসলাম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত শিশুটিকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুর পরিবার বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/কামাল হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ডিভাইসসহ আটক-১২ জন
কুড়িগ্রাম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ডিভাইসসহ আটক-১২ জন
সাতক্ষীরায় শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন
সাতক্ষীরায় শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন
১৯ বছর পর পৈতৃক ভিটায় তারেক রহমান
সাজছে ‘জিয়া বাড়ি’ ১৯ বছর পর পৈতৃক ভিটায় তারেক রহমান