• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তানে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৯ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

তাজিকিস্তান-চীন সীমান্ত এলাকায় উৎপত্তি হওয়া ৫.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তি তাজিকিস্তান ও চীন সীমান্তবর্তী দুর্গম এলাকায়, ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে।  

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কম্পনের তীব্রতায় ভবনগুলো কেঁপে উঠলে মানুষ আতঙ্কিত হয়ে দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে এসেছেন। ইসলামাবাদের পাশাপাশি খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত, শাংলা ও বুনের জেলাতেও কম্পন অনুভূত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান ও আফগানিস্তান অঞ্চলের ভূগোলের কারণে এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় মাঝে মাঝে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। গত বছরের অক্টোবরেও পাকিস্তানে পরপর কয়েকটি শক্তিশালী ভূমিকম্প ঘটেছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয়দের পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ
ভারতীয়দের পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ
মুম্বাইয়ে বাংলাদেশের পতাকা ছিঁড়লো উগ্র হিন্দুত্ববাদীরা
মুম্বাইয়ে বাংলাদেশের পতাকা ছিঁড়লো উগ্র হিন্দুত্ববাদীরা
পুতিন মিত্রকেও অপহরণ করতে বললেন জেলেনস্কি
পুতিন মিত্রকেও অপহরণ করতে বললেন জেলেনস্কি