• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংঘর্ষের পর বাসে আগুন, পুড়ে প্রাণ গেল চারজনের

কুমিল্লা প্রতিনিধি    ৯ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পি.এম.
সংঘর্ষের পর বাসে আগুন। সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, এক নারী ও এক পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুই শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসের ভেতর থেকে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলছে এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তদন্ত করা হচ্ছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ডিভাইসসহ আটক-১২ জন
কুড়িগ্রাম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ডিভাইসসহ আটক-১২ জন
সাতক্ষীরায় শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন
সাতক্ষীরায় শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন
১৯ বছর পর পৈতৃক ভিটায় তারেক রহমান
সাজছে ‘জিয়া বাড়ি’ ১৯ বছর পর পৈতৃক ভিটায় তারেক রহমান