• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিনেমা দেখতে গেট ভেঙে হলে ঢুকলেন প্রভাসের ভক্তরা

বিনোদন ডেস্ক    ৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ পি.এম.
প্রভাসের নতুন সিনেমা ‘রাজাসাব’ দেখতে হায়দরাবাদের গেট ভেঙে ঢুকে পড়েন ভক্তরা-ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘রাজাসাব’ মুক্তি ঘিরে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতে মুক্তির পর থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় দেখা যায়। কোথাও কোথাও এই উন্মাদনা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে।

নির্ধারিত মুক্তির আগেই অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। তবে সরকারি অনুমতির কাগজপত্র দেরিতে পৌঁছানোয় শেষ মুহূর্তে কয়েকটি শো বাতিল করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ভক্তরা। দীর্ঘ সময় হলের বাইরে অপেক্ষা করেও কোনো স্পষ্ট ঘোষণা না পাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সবচেয়ে উত্তেজনাকর অবস্থা তৈরি হয় হায়দরাবাদের বিমল থিয়েটারে। সেখানে কয়েকশ ভক্ত গেট ভেঙে হলের ভেতরে ঢুকে পড়েন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রবেশের জন্য হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি চলছে, যা পরিস্থিতিকে আরও বিশৃঙ্খল করে তোলে।

তেলেঙ্গানার কুকাটপল্লী এলাকার একটি থিয়েটারেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়। সেখানে ভক্তরা প্রধান ফটকে ধাক্কাধাক্কি শুরু করলে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও হল কর্তৃপক্ষকে লাঠিচার্জ করতে হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র দেখা গেছে। অনেকেই সিনেমার দ্বিতীয়ার্ধের প্রশংসা করেছেন, তবে প্রথমার্ধকে কিছুটা ধীরগতির বলে মন্তব্য করেছেন কেউ কেউ। প্রভাসের অভিনয় ও লুক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অনেকে বলেছেন, ক্লাইম্যাক্স আরও শক্তিশালী হতে পারত, তবে এটি একটি পরিবারসহ দেখার মতো ছবি।

‘রাজাসাব’ নির্মিত হয়েছে পিপল মিডিয়া ফ্যাক্টরি ও আইভি এন্টারটেইনমেন্টের ব্যানারে। সিনেমাটি হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন মালবিকা মোহনন, নিধি আগরওয়াল ও ঋদ্ধি কুমার। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত ও বোমান ইরানি।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্সর জটিলতায় আটকে গেল থালাপথির সিনেমা ‘জন নয়াগন’
সেন্সর জটিলতায় আটকে গেল থালাপথির সিনেমা ‘জন নয়াগন’
ছেলের নাম ‘বিহান কৌশল’:  অভিনেত্রী ক্যাটরিনা কাইফ
ছেলের নাম ‘বিহান কৌশল’: অভিনেত্রী ক্যাটরিনা কাইফ
বরেণ্য চিত্রগ্রাহক-পরিচালক আব্দুল লতিফ বাচ্চুর চিরবিদায়
বরেণ্য চিত্রগ্রাহক-পরিচালক আব্দুল লতিফ বাচ্চুর চিরবিদায়