অবশেষে মুক্তির পথে ‘জন নয়াগন’

নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’। বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন সেন্সর বোর্ডের কড়াকড়ির কারণে ছবিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত মাদ্রাজ হাই কোর্টের নির্দেশে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন পাচ্ছে এবং মুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না।
শুক্রবার (৯ জানুয়ারি) সিনেমাটি মুক্তির কথা থাকলেও বুধবার (৭ জানুয়ারি) হঠাৎ করেই জানানো হয় যে পূর্বনির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না ছবিটি। সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় নির্মাতারা মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হন।

আদালত তখন ছবির গল্প ও প্রেক্ষাপট পুনরায় যাচাইয়ের জন্য নতুন কমিটি গঠনের নির্দেশ দেন। ফলে অনির্দিষ্টকালের জন্য মুক্তি স্থগিত হয়ে যায়।
আজ শুক্রবার দেওয়া এক রায়ে আদালত জানান, ‘জন নয়াগন’ মুক্তিতে আর কোনো বাধা নেই। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তামিল ভার্সনের সেন্সর না হওয়ায় হিন্দি, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষাতেও মুক্তি আটকে ছিল। আদালতের রায়ের ফলে এবার সব ভাষাতেই মুক্তির পথ পরিষ্কার হলো।
এইচ. বিনোদ পরিচালিত ছবিটিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে ও মমতা বাইজু।
ভিওডি বাংলা/জা







