সাজছে ‘জিয়া বাড়ি’
১৯ বছর পর পৈতৃক ভিটায় তারেক রহমান

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে এখন সাজ সাজ রব। দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে ঘিরে উত্তরবঙ্গের এই জনপদে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে জিয়া পরিবারের আদি নিবাস ‘জিয়া বাড়ি’ সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজে ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, চার দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে আগামী ১৪ জানুয়ারি গাবতলীর বাগবাড়ীতে অবস্থিত বাবা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় যাবেন তারেক রহমান। এ উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে জিয়া বাড়িতে ব্যাপক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

সরেজমিনে দেখা যায়, জিয়া বাড়ির মূল ফটক থেকে শুরু করে পুরো আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। লাগানো হচ্ছে বিভিন্ন রঙের ফুলের চারা। সাজানো হচ্ছে চারপাশের পরিবেশ।
এই আয়োজন দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বাগবাড়ীতে। ঢাকা থেকে আসা দর্শনার্থী তাহমিনা বেগম বলেন, ‘জিয়াউর রহমানের এই বাড়ির কথা অনেক শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। তারেক রহমান আসছেন শুনে বাড়িটি দেখতে এলাম। এখানে এসে এক ধরনের ভিন্ন আবেগ অনুভব করছি।’

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, ‘বগুড়ার সন্তান তারেক রহমানকে সামনে থেকে দেখার জন্য আমরা বহু বছর ধরে অপেক্ষা করছি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।’
জিয়া বাড়ির কেয়ারটেকার আব্দুস সাত্তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এই বাড়িতে বেগম জিয়া ও তারেক রহমানের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারেক রহমান এলে আমাকে দূর থেকে দেখেই চিনবেন। এতদিন তার ফেরার অপেক্ষাতেই দিন কেটেছে।’

প্রস্তুতি প্রসঙ্গে বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস বলেন, ‘তারেক রহমান বগুড়ার গর্ব। দীর্ঘ ১৯ বছর পর তিনি তার শেকড়ে ফিরছেন। শুধু বিএনপি পরিবার নয়, পুরো বগুড়াবাসী তাকে বরণ করতে মুখিয়ে রয়েছে।’
২০০৬ সালের পর দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর এটিই হবে তারেক রহমানের প্রথম উত্তরবঙ্গ সফর। সফরের শেষ পর্বে পৈতৃক ভিটায় তার অবস্থানকে কেন্দ্র করে গাবতলী ও সারিয়াকান্দি এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/ আ







