• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাবিবুর রশিদ

ভোটের মাধ্যমেই ফিরবে জনগণের মালিকানা

নিজস্ব প্রতিবেদক    ৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ পি.এম.
বক্তব্য রাখছেন ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।ছবি: ভিওডি বাংলা

বাঙালি ঐতিহ্য সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগের স্মরণ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। 

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজে আয়োজিত পিঠা উৎসবে এসব কথা বলেন তিনি।

হাবিব বলেন, পিঠা উৎসবের মাধ্যমে আমাদের বাঙালি ঐতিহ্যকে ধরে রাখার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসনীয়। এ জন্য তিনি মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন এবং সভাপতি মুক্তার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

হাবিবুর রশিদ হাবিব বলেন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে জনগণই হবে প্রকৃত মালিক। তিনি জুলাই আন্দোলনে শহীদ হাদি সহ যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ।

আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। ভোটের মাধ্যমেই জনগণের মালিকানা ফিরে আসবে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।

তিনি উপস্থিত সবাইকে পিঠা উৎসব উপভোগ করার আহ্বান জানিয়ে বলেন, এই বাংলাদেশ আমাদের সবার জনগণই এ দেশের আসল শক্তি।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পায়ে হেঁটে বাসা থেকে অফিসে তারেক রহমান
পায়ে হেঁটে বাসা থেকে অফিসে তারেক রহমান
নাজিমুদ্দিনকে সুখবর দিল বিএনপি
নাজিমুদ্দিনকে সুখবর দিল বিএনপি
সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন
রবিউল আলম সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন