টপ নিউজ
নাজিমুদ্দিনকে সুখবর দিল বিএনপি
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ পি.এম.

বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। ছবি-সংগৃহীত
দলের নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি নাজিম উদ্দিন আলমকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করেছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজিমুদ্দিন আলমকে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়েছে। সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখে।
নাজিম উদ্দিন ভোলা-৪ আসনে তিন দফা এমপি নির্বাচিত হন। এয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী করা হয়েছে যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে।
ভিওডি বাংলা/ এমএম






