• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমিল্লা-৪ আসন

পাল্টাপাল্টি আপিল, ইসিতে হাসনাত-মঞ্জুরুল

   ৯ জানুয়ারী ২০২৬, ০৯:০১ পি.এম.
কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: কোলাজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। একই দিনে পাল্টা হিসেবে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে উভয় পক্ষ নিজ নিজ আপিল ও আবেদন জমা দেন।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই দুই প্রার্থী তাদের আপিল ও আবেদন দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে এসব আপিলের শুনানি নিয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

ইসি সূত্রে জানা গেছে, প্রার্থিতা বাতিল বা বৈধতা ফিরে পাওয়ার আবেদনের শেষ দিন শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৩১ জন প্রার্থী আপিল করেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত আপিল বুথে আরও কয়েকজন প্রার্থী অপেক্ষমাণ ছিলেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “বিকাল ৫টা পর্যন্ত যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবার আপিল গ্রহণ করা হবে। যত সময়ই লাগুক, প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

ইসির কর্মকর্তারা আরও জানান, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল গ্রহণ করা হয়।

এদিকে, বৃহস্পতিবার বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকায় অন্তর্ভুক্ত ও প্রকাশ না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। প্রিমিয়ার ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সের করা পৃথক ‘লিভ টু আপিল’ আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পায়ে হেঁটে বাসা থেকে অফিসে তারেক রহমান
পায়ে হেঁটে বাসা থেকে অফিসে তারেক রহমান
নাজিমুদ্দিনকে সুখবর দিল বিএনপি
নাজিমুদ্দিনকে সুখবর দিল বিএনপি
ভোটের মাধ্যমেই ফিরবে জনগণের মালিকানা
হাবিবুর রশিদ ভোটের মাধ্যমেই ফিরবে জনগণের মালিকানা