• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: জামায়াত

নিজস্ব প্রতিবেদক    ৯ জানুয়ারী ২০২৬, ১০:০৫ পি.এম.
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন উপলক্ষে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠকে এ অভিযোগ তোলা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম। সদস্য সচিব মাওলানা আবদুল হালিমের পরিচালনায় সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হয় কমিটির সদস্য মাওলানা এ এফ এম আবদুস সাত্তারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

উদ্বোধনী বক্তব্যে মাওলানা এটিএম মা’ছুম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

সভায় নির্বাচন পরিচালনার কার্যক্রম আরও গতিশীল করতে একাধিক সাব-কমিটি গঠন করা হয় এবং দায়িত্ব বণ্টন করা হয়। পাশাপাশি কমিটির কার্যক্রম জোরদার করতে আরও কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে নেতারা বলেন, দেশবাসী এখনো ওসমান হাদির হত্যার বিচার পায়নি। দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান অগ্রগতি নেই এবং হত্যাকাণ্ডের ঘটনা অব্যাহত রয়েছে। অথচ অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য দেখা যাচ্ছে না।

তারা আরও অভিযোগ করেন, সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশাসনের একপক্ষীয় আচরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মত দেন বক্তারা।

ভিওডি বাংলা/ এস/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পায়ে হেঁটে বাসা থেকে অফিসে তারেক রহমান
পায়ে হেঁটে বাসা থেকে অফিসে তারেক রহমান
নাজিমুদ্দিনকে সুখবর দিল বিএনপি
নাজিমুদ্দিনকে সুখবর দিল বিএনপি
ভোটের মাধ্যমেই ফিরবে জনগণের মালিকানা
হাবিবুর রশিদ ভোটের মাধ্যমেই ফিরবে জনগণের মালিকানা