• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শুনানি শুরু শনিবার থেকে

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৬৪৫ আপিল

নিজস্ব প্রতিবেদক    ৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ পি.এম.
নির্বাচন কমিশন। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের সময়সীমা শেষ হয়েছে। গত সোমবার (৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শেষ দিনে অর্থাৎ আজ ১৭৬টি আপিল আবেদন জমা পড়েছে। 

তিনি আরও জানান, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হবে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০,
সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে।

জনসংযোগ পরিচালক বলেন, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে। বাকি আপিলগুলোর শুনানির তারিখ পরবর্তীতে জানানো হবে।

সংশোধিত তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি শেষে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

সবশেষে, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংরা/ এসএম/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে: প্রেস সচিব
নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে: প্রেস সচিব
ফ্যাসিবাদ ঠেকাতেই এবারের গণভোট: আলী রীয়াজ
ফ্যাসিবাদ ঠেকাতেই এবারের গণভোট: আলী রীয়াজ
উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন
উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন