সাকিবের রেকর্ড ভেঙে বিগ ব্যাশে নতুন ইতিহাস রিশাদের

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (BBL) বাংলাদেশের প্রথম প্রতিনিধি ছিলেন সাকিব আল হাসান। তিনি দুই মৌসুমে দু’টি দলের হয়ে মোট ৬টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছিলেন। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক করেই সেই রেকর্ড ভেঙে দিলেন লেগস্পিনার রিশাদ হোসেন।
প্রথম আসরেই দুর্দান্ত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন রিশাদ। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বেলেরাইভ ওভালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে হোবার্ট হারিকেন্স ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান তোলে। ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে ঝলক দেখান রিশাদ। ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচসেরা বোলিং করেন তিনি। তার দারুণ পারফরম্যান্সে অ্যাডিলেডকে ৩৭ রানে হারায় হোবার্ট।
এই ম্যাচের পর ৮ ম্যাচে রিশাদের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ১১-তে। ফলে বিগ ব্যাশে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি এখন তার দখলে। এর আগে এই রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের।
চলতি আসরে স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেটধারী এখন রিশাদ হোসেন ও অ্যাডিলেডের লয়েড পোপ-দু’জনেরই ১১টি করে উইকেট। উইকেটসংগ্রাহকদের তালিকায় রিশাদের অবস্থান বর্তমানে ষষ্ঠ। সর্বোচ্চ ১৪ উইকেট করে নিয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও গুরিন্দর সান্ধু। এছাড়া পিটার সিডল ও হারিস রউফ ১৩টি করে এবং নাথান এলিস ১২টি উইকেট নিয়েছেন।
হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছেন রিশাদ ও নাথান এলিস-দু’জনেই। তাদের দল ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
ভিওডি বাংলা/জা







