সর্বোচ্চ ত্যাগে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব: হাবিব

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। জীবন দিয়ে হলেও জনগণের ভোটাধিকার ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি'র সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।
হাবিব বলেন, বিএনপি অতীতেও রাজপথে ছিল এবং এখনও আছে। জনগণের ভালোবাসা নিয়েই দলটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক বাংলাদেশের শুভ সূচনা করবে। এই আন্দোলন তারেক রহমানের নেতৃত্বেই সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষের অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করতে গিয়ে তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। এই সংগ্রামে সন্তানকে হারিয়েছেন এবং দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন। তারপর তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে কখনো পিছুপা হননি।
বেগম খালেদা জিয়ার দেখা স্বপ্ন ভোটাধিকার, বাকস্বাধীনতা, মানবাধিকার ও একটি নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ আজ তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। কখনও প্রার্থী, কখনও দলীয় নেতাকর্মীদের হত্যা ও হুমকির মাধ্যমে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।
হাবিব বলেন, দেশে ভোটার অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বহু রক্ত দিয়েছি, আন্দোলন করেছি ও নিপীড়ন সহ্য করেছি। যতক্ষণ পর্যন্ত মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। জীবন চলে গেলেও ভোটার অধিকার মানুষের অধিকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হবে।
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রতিটি নাগরিক, প্রার্থী ও নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এতে ব্যর্থ হলে এর দায় সরকারকেই নিতে হবে।
এ সময় রাজধানীর সবুজবাগ, খিলগাঁও, ও মুগদা থানার কয়েক হাজার বিএনপি'র নেতাকর্মীরা সমর্থকরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা-সবুজ/জা







