• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাপা মহাসচিব

মবের চাপে মনোনয়ন সংশোধন হয়নি

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ পি.এম.
নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানি শেষে ব্রিফিংয়ে শামীম হায়দার পাটোয়ারী। সংগৃহীত ছবি

‘মব’ দমন করা সম্ভব না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে (ইসি) ‘শক্ত অবস্থান’ নেওয়ার আহ্বান জানান তিনি। 

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানি শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

শামীম হায়দার পাটোয়ারী বলেন, “আমরা আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবে। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না।”

তিনি অভিযোগ করেন, মবের চাপে বেশ কয়েকজন রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্রে থাকা সংশোধনযোগ্য ভুলও সংশোধনের সুযোগ পাননি।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জাপা মহাসচিব বলেন, “আমরা আশাবাদী নির্বাচন কমিশন দেখাবে যে তাদের দাঁত আছে। শুধু কামড় দিতে পারলে হবে না, দাঁতসহ কামড় দিতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনকেই নিতে হবে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের সরকার নির্বাচন কমিশনের সরকার—এটা কমিশনকে কার্যকরভাবে নিশ্চিত করতে হবে।”

শামীম হায়দার পাটোয়ারী জানান, জাতীয় পার্টির ২৫ জন প্রার্থী মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। শনিবার এর মধ্যে পাঁচটি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে চাঁপাইনবাবগঞ্জ-২, নারায়ণগঞ্জ-৪, নরসিংদী-১ এবং শরীয়তপুর-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেয়েছেন। একটি আপিল আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

আপিল শুনানিতে নির্বাচন কমিশন ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, “কমিশন প্রতিটি আপিল অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করছে।”

মনোনয়ন বাতিল হওয়া জাপার অন্যান্য প্রার্থীরাও আপিলে ন্যায়বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির মহাসচিব।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে জিএম কাদেরের শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন
তারেক রহমানকে জিএম কাদেরের শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন
খালেদা জিয়ার দেশপ্রেম ও আপোষহীনতাই আমাদের আদর্শ
ইশরাক হোসেন খালেদা জিয়ার দেশপ্রেম ও আপোষহীনতাই আমাদের আদর্শ
দেশে কী হয়েছে আমি জানি- তারেক রহমান
আলোচনা-সমালোচনা দুইটাই চাই দেশে কী হয়েছে আমি জানি- তারেক রহমান