• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুর-১ আসনে জামায়াতের নির্বাচনী সভা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১০ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পি.এম.
মাদারীপুর-১ আসনে জামায়াতের নির্বাচনী সভা। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে চাঙ্গা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শক্তিশালীভাবে মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুর-১ (শিবচর) আসনে জামায়াতে ইসলামীর সাংগঠনিক ভীত মজবুত, শক্তিশালী এবং জনমত গড়ে তুলতে নির্বচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে শিবচর পৌর অফিসে  শিবচর পৌর জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

শিবচর ​পৌর জামায়াতের আমির ডাঃ মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং শিবচর পৌর ব্যবসায়ী বিভাগের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধা। 

প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার হোসাইন মৃধা বলেন,বিগত ১৬ বছরে আমাদের জামায়াতে ইসলামীর ভাই-বোনদের উপর অবর্ণনীয় জুলুম-নির্যাতন করেছে ফ্যাসিস্ট হাসিনা। এদেশের মানুষের ভোটাধিকার কেঁড়ে নিয়েছিলো।তাঁরা ঠিকমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি।আমাদের অগণিত ভাইবোনদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা খুন এবং গুম করেছে।অসংখ্য মা-বোনদের বুক খালি করেছে।আল্লাহ পাক রব্বুল আলামীন বাংলার জমিনে সুন্দর একটি ভোটের পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন।আমাদের দেশের সূর্যসন্তানেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা বিজয়ী হচ্ছে। এ বিজয় আমাদের আগামী নির্বাচনকে আরো বেশি অনুপ্রাণিত করবে।এখন সময় এসেছে ব্যালটের মাধ্যমে সেই বিজয়কে ত্বরান্বিত করতে হবে। আগামী নির্বাচনে জামায়াত ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। প্রতিটি ভোটারের দুয়ারে গিয়ে আমিরে জামায়াতের বার্তা পৌঁছে দিতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কেন্দ্র পাহারা দিতে হবে।

শিবচর পৌর জামায়াতের আমির ডাঃ বেলায়েত হোসেন বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁদের কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। আগামী নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে বিজয় করে সংসদে পাঠাবে, ইনশাআল্লাহ। জামায়াতের মাঠের রোকণ সদস্য ও সাধারন কর্মীরাই আমাদের রাজনীতির প্রধান চালিকাশক্তি।আমাদের দাঁড়ি পাল্লার প্রার্থীকে  বিজয়ী করতে অঙ্গীকার করতে হবে,তাহলে আমরা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যেতে পারবো, ইনশাআল্লাহ। 

​এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, শিবচর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাঈনুল ইসলাম সিদ্দিকী (দুলাল গোমস্তা),সেক্রেটারী আবুল হোসেন মুন্সী,শিবচর পৌর বায়তুলমাল সম্পাদক মাস্টার ইকবাল উদ্দীন তালুকদারসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

​সভা শেষে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহতারাম আমির সারোয়ার হোসাইন মৃধা। 

ভিওডি বাংলা/ আহসান হাবীব/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন
মাদারীপুরে বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ
আহত ৪ মাদারীপুরে বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ
খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল
নলছিটি বিএনপি খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল