• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা হামিদুর

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ পি.এম.
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কক্সবাজার-২ আসনের প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদ। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কমিশন।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

শুনানি শেষে ইসি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর আগে মামলার তথ্য গোপনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে হামিদুর রহমান আযাদের আইনজীবী সাংবাদিকদের জানান, আপিল শুনানিতে সন্তোষজনকভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

সংশোধিত তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি শেষে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ এসএম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে জিএম কাদেরের শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন
তারেক রহমানকে জিএম কাদেরের শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন
খালেদা জিয়ার দেশপ্রেম ও আপোষহীনতাই আমাদের আদর্শ
ইশরাক হোসেন খালেদা জিয়ার দেশপ্রেম ও আপোষহীনতাই আমাদের আদর্শ
দেশে কী হয়েছে আমি জানি- তারেক রহমান
আলোচনা-সমালোচনা দুইটাই চাই দেশে কী হয়েছে আমি জানি- তারেক রহমান