• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্রীড়াঙ্গনে ফের উত্তাপ

তামিম ইস্যুতে অনড় নাজমুল ইসলাম

ক্রীড়া প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ পি.এম.
তামিম ইকবাল ও এম নাজমুল ইসলাম। ছবি: কোলাজ

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের একটি বক্তব্যকে ঘিরে আবারও উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিসিবির আরও ভাবা উচিত ছিল—এমন মন্তব্যের পর তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ বিভাগের চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

এ বিষয়ে নিজের অবস্থানে এখনো অনড় রয়েছেন নাজমুল ইসলাম। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
‘আমার অবস্থান আগেও যা ছিল, এখনও তাই। আমি কথা বদলাচ্ছি না। জাতীয় ইস্যুতে কথা বলার সময় শুধু টাকার বিষয় তুলে ভারতের পক্ষে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশ যদি এই বিশ্বকাপ না খেলতে পারে, তাহলে কি দেশ আর্থিক সংকটে পড়ে যাবে?’

এর আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে নাজমুল ইসলাম দাবি করেন, মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি উল্লেখ করেন, ক্রীড়া উপদেষ্টা পরিস্থিতি বিবেচনায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন এবং পররাষ্ট্র উপদেষ্টাও সেই অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

এই প্রেক্ষাপটে নাজমুল ইসলাম লেখেন, এমন পরিস্থিতিতে দেশের জনগণের অনুভূতির বাইরে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রায় ১৫ হাজার রান করা একজন কিংবদন্তি ক্রিকেটার ভারতীয়দের পক্ষে কথা বলেছেন—যা তার ব্যক্তিগত মতামত। একই সঙ্গে মন্তব্যটি ভিন্নভাবে না নেওয়ার অনুরোধ জানান তিনি।

এর আগের দিনও তামিমকে কেন্দ্র করে বিতর্কের জন্ম দেন নাজমুল ইসলাম। সিটি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তামিমের বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে তিনি সেখানে তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে উল্লেখ করেন। পরে পোস্টটি মুছে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভিওডি বাংলা/এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল বিসিবি
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল বিসিবি
বড় জয়ে ফাইনালে বার্সেলোনা
বড় জয়ে ফাইনালে বার্সেলোনা
দু’দেশের ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিসিবি
দু’দেশের ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিসিবি