নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: আদিলুর রহমান

শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভোটাররা পরিবার-পরিজনসহ আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশের আগামী একশ বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণ করবে।
শনিবার (১০ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আদিলুর রহমান খান বলেন, নির্বাচনের সময় সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি বাস্তবায়নে সরকার ও প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, রক্ত দিয়ে অর্জিত জুলাই সনদের পক্ষে জনগণের মতামত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।
এবারের নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা ও বিদ্যমান সমস্যা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সরকারি ও বেসরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভিওডি বাংলা/ আ







